প্রতিষ্ঠানের তথ্যবলী
🏫আন্-নাজির আইডিয়াল মাদ্রাসা।
- প্রতিষ্ঠাকাল: ১লা জানুয়ারি ২০১৯ ইং
- অবস্থান: নাজিরপাড়া, চাঁদপুর সদর, চাঁদপুর।
- প্রতিষ্ঠাতা: আলহাজ্ব হাফেজ মাওলানা নিজামুল
- বিদ্যালয়ের ধরণ: (নার্সারি থেকে পঞ্চম শ্রেণি )
- ইসলামী অন্তর্ভুক্তি: হ্যাঁ ।
- স্বীকৃতি প্রাপ্ত: ১লা জানুয়ারি,২০১৯ইং
- মেইল: office@annaziridealmadrasha
- ফোন: ০১৭১২৭৭০৬৭৫/ ০১৭২০৮৮০২১৯
🔹 অবস্থান
মাদ্রাসার অবস্থানঃ চাঁদপুর শহরের প্রাণ কেন্দ্র চাঁদপুর সরকারি কলেজের পূর্বেদিকে মসজিদ সংলগ্ন, নাজিরপাড়া নাজির বাড়িতে মনোরম, স্বাস্থ্যকর ও মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত আন-নাজির আইডিয়াল মাদ্রাসা চাঁদপুর
🔹 নিরাপত্তা
- সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
- চতুর্পাশ্বে বাউন্ডা রী দেওয়াল দ্বারা বেষ্টিত।
- সর্বাবস্থায় গেইট লক করা থাকে।
- ছুটির সময় ছাত্র/ছাত্রীদের অভিভাবক/অভিভাবকাদের হাতে তুলে দেওয়া হয়।
🔹শৃঙ্খলা সংক্রান্ত তথ্য
* প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে চলতে হবে।
* প্রতিদিনের নির্ধারিত রুটিন অনুসরণ করতে হবে।
* প্রতিদিন ছাত্র/ছাত্রীদেরকে মাদ্রাসার নির্ধারিত ইউনিফর্ম পড়ে আসতে হবে।
* শিক্ষার্থীকে যথাসময়ে প্রতিষ্ঠানে উপস্থিত হবে।
* সুন্নাতি ও নির্দিষ্ট ইউনিফর্মের পরিপন্থি পোশাক-পরিচ্ছেদ পড়া যাবে না।
* কতৃপক্ষের অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা যাবে না।
* প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী অভিভাবকসহ সকলের সাথে শিক্ষার্থীর আচরণ হবে পরিমার্জিত ভদ্র ও গ্রহণীয়।
* প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত পরিচয় পত্র সাথে রাখতে হবে।
* প্রত্যেক শিক্ষার্থীকে কম পক্ষে ৯০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকতে হবে।
* কোনো শিক্ষার্থীর আচরণ প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও স্বার্থের পরিপন্থি বিবেচিত হলে কর্তৃপক্ষ শিক্ষার্থীকে বহিষ্কার করতে পারবে।
* কোন শিক্ষার্থী প্রতিষ্ঠান পরিবর্তন করতে চাইলে লিখিত আবেদন করতে হবে।
🔹 প্রতিষ্ঠানের ইউনিফর্ম
মাদ্রাসার ড্রেস ছেলে: গ্রে ডিপ কালারের পাঞ্জাবী, পায়জামা, সাদা টুপি, সাদা মোজা, কালো-সু (নির্ধারিত ডিজাইন)।
মাদ্রাসার ড্রেস মেয়ে: গ্রে ডিপ কালারের ফ্রগ, সাদা পায়জামা, সাদা স্কার্ফ, সাদা মোজা, কালো-সু (নির্ধারিত ডিজাইন)
🔹 ভর্তি ফি সংক্রান্ত তথ্যাবলী
শিশু ও প্রথম শ্রেণি
বেতন প্রতি মাসে
৫০০/-
সেশন ফি
২০০০/-
ভর্তি ফি
৩০০/-
ফরম
২০০/-
সর্বমোট
৩০০০/-
দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি
দ্বিতীয় শ্রেণির বেতন প্রতি মাসে
৬০০/-
তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির বেতন প্রতি মাসে
৭০০/-
সেশন ফি
২০০০/-
ভর্তি ফি
৩০০/-
ফরম
২০০/-
দ্বিতীয় শ্রেণির সর্বমোট
৩১০০/-
তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির সর্বমোট
৩২০০/-
* অবস্থার পরিপেক্ষিতে বেতন ও ফি পরিবর্তন যোগ্য।
🔹ক্লাসের সময়সূচি
শিশু থেকে প্রথম শ্রেণির ক্লাস
৮ঃ৩০ থেকে ১০ঃ৪০ পর্যন্ত
দ্বিতীয় শ্রেণির ক্লাস
১১ঃ০০ থেকে ১ঃ৩৫ পর্যন্ত
তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্লাস
১১ঃ০০ থেকে ২ঃ০০ পর্যন্ত
শরীর চর্চা ক্লাস
১০ঃ৪০ থেকে ১১ঃ০০ পর্যন্ত
সাপ্তাহিক নামাজ ও আদব আখলাক ক্লাস সকল শ্রেণির জন্য প্রতি বৃহস্পতিবার ১০ঃ১০ থেকে ১১ঃ২০ পর্যন্ত
শ্রেণিভিত্তিক বই, খাতা ও ডাইরির মূল্য তালিকা
শিশু শ্রেণি
বিবিরিণ
টাকা
৫টি বই
৩০০/-
ছোট খাতা ৮টি (৮*২৫)
২০০/-
ডাইরি ১টি
১২০/-
সর্বমোট
৬২০/-
প্রথম শ্রেণি
বিবিরিণ
টাকা
৩টি বই
২২০/-
ছোট খাতা ৮টি (৮*২৫)
২০০/-
ডাইরি ১টি
১২০/-
সর্বমোট
৫৪০/-
দ্বিতীয় শ্রেণি
বিবিরিণ
টাকা
৪টি বই
৩৪০/-
ছোট খাতা ৮টি (৮*৩০)
২৪০/-
ডাইরি ১টি
১২০/-
সর্বমোট
৭০০/-
তৃতীয় শ্রেণি
বিবিরিণ
টাকা
নুরানী পদ্ধতিতে কুরাআন
৫০/-
ছোট খাতা ৮টি (৮*৩০)
২৪০/-
ডাইরি ১টি
১২০/-
সর্বমোট
৪১০/-
চতুর্থ শ্রেণি
বিবিরিণ
টাকা
নুরানী পদ্ধতিতে কুরাআন
৫০/-
ছোট খাতা ৮টি (৮*৩০)
২৪০/-
ডাইরি ১টি
১২০/-
সর্বমোট
৪১০/-
পঞ্চম শ্রেণি
বিবিরিণ
টাকা
ছোট খাতা ৮টি (৮*৩০)
২৪০/-
ডাইরি ১টি
১২০/-
সর্বমোট
৩৬০/-
🔹পরীক্ষা সংক্রান্ত তথ্য
- বাৎসরিক প্রধান পরীক্ষা হচ্ছে দুটিঃ ১. অর্ধবার্ষিক পরীক্ষা ২. বার্ষিক পরীক্ষা ।
- এই ২টি পরীক্ষার আওতাধীন আরো ২টি পরীক্ষা রয়েছে। তা হলোঃ *মডেল টেস্ট-১ * মডেল টেস্ট-২
- মডেল টেষ্ট-১ পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষার আওতাধীন।
- মডেল টেষ্ট-২ পরীক্ষা বার্ষিক পরীক্ষার আওতাধীন।
- মডেল টেষ্ট-১ ও ২ পরীক্ষা ৫০ নম্বরের হবে। মডেল টেষ্ট-১ ও ২ পরীক্ষার মোট নম্বরের ৫০% অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার মোট নম্বরের সাথে যোগ করা হবে।
🔹 ভবিষ্যৎ লক্ষ্য ও পরিকল্পনা
📃 বিদ্যালয়টির ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে:
ডিজিটাল ক্লাসরুম চালু করা
ICT ভিত্তিক শিক্ষা সম্প্রসারণ
একটি পূর্ণাঙ্গ কলেজ শাখা চালু করা
শিক্ষক প্রশিক্ষণ উন্নয়ন কর্মসূচি চালু রাখা
আরও আধুনিক অবকাঠামো নির্মাণ