













আমাদের অঙ্গিকার
আন্-নাজির আইডিয়াল মাদ্রাসা কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং এটি একটি মানবিক ও নৈতিক চেতনায় উদ্বুদ্ধ জাতি গঠনের অংশীদার। আমরা বিশ্বাস করি, শিক্ষা কেবল ভালো ফলাফলের জন্য নয়, বরং মানুষের সার্বিক বিকাশের জন্য অপরিহার্য।আমাদের মিশন হলো:
নৈতিকতা ও মূল্যবোধে পরিপূর্ণ মানুষ তৈরি করা, যারা সত্য, ন্যায় ও সততার পথে অটল থাকবে।
জ্ঞানভিত্তিক শিক্ষা প্রদান, যা শুধু বইয়ে সীমাবদ্ধ নয় বরং বাস্তব জীবনের সমস্যা সমাধানে সক্ষম করে।
মানবিক গুণাবলি ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে সহায়তা, যাতে শিক্ষার্থীরা মানুষ হিসেবে দায়িত্বশীল হয়ে উঠে।
দেশপ্রেম, আত্মনির্ভরতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা, যাতে তারা হয়ে উঠতে পারে আগামীর সাহসী নেতৃত্ব।
আমাদের শিক্ষকবৃন্দ, কর্মীবৃন্দ এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এক সুন্দর, নিরাপদ ও সহানুভূতিপূর্ণ শিক্ষা-পরিবেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।এই বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা শুধু একজন পরীক্ষার্থী হিসেবে নয়, বরং একজন আদর্শ নাগরিক, সমাজ সচেতন ব্যক্তি, এবং মানবিক নেতৃত্ব হিসেবে বেরিয়ে আসবে—এটাই আমাদের প্রতিশ্রুতি।
নোটিশ
🏫 প্রতিষ্ঠানের ইতিহাস
প্রতিষ্ঠানের ইতিহাস: আন্-নাজির আইডিয়াল মাদ্রাসা, চাঁদপুর শহরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি চাঁদপুর শহরের অন্যতম প্রাচীন এবং সুপরিচিত প্রতিষ্ঠান । মাদ্রাসাটি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এখনও রাখছে।
ভিত্তি ইতিহাস: ২০১৯ সালের ১লা জানুয়ারি চাঁদপুরের অভিজাত এলাকা নাজিরপাড়ায়,নাজির বাড়িতে প্রতিষ্ঠিত হয় আমাদের প্রাণের প্রতিষ্ঠান আন্- নাজির আইডিয়াল মাদ্রাসা।
মাদ্রাসার অবস্থান: চাঁদপুর শহরের প্রাণ কেন্দ্র চাঁদপুর সরকারি কলেজের পূর্বেদিকে মসজিদ সংলগ্ন, নাজিরপাড়া নাজির বাড়িতে মনোরম, স্বাস্থ্যকর ও মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত আন-নাজির আইডিয়াল মাদ্রাসা চাঁদপুর
শিক্ষার মাধ্যম: বাংলা।
বিশেষত্ব: আধুনিক শিক্ষার প্রচার ও প্রসারে বিশেষ ভূমিকা পালন করে আসছে।
মেনুবার
অধ্যক্ষের কথা
আল-কুরআনের প্রথম বাণী, “পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন” (সূরা আলাক্ব: ০১)—এর মাধ্যমে জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য প্রকাশ পায়: স্রষ্টাকে জানা ও সৃষ্টির উদ্দেশ্য উপলব্ধি করা। যুগে যুগে নবী-রাসূল এবং দার্শনিকগণ আদর্শ মানুষ গড়তে শিক্ষার গুরুত্ব আরোপ করেছেন। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) শিক্ষা গ্রহণকে সকল মুসলিমের জন্য বাধ্যতামূলক করেছেন। তিনি বলেছেন: “প্রতিটি মুসলিমের উপর বিদ্যা অর্জন করা ফরজ” (মুসলিম)।
এই মহান উদ্দেশ্য পূরণে ২০১৯ সালে চাঁদপুরের নাজিরপাড়ায় প্রতিষ্ঠিত হয় আমাদের প্রিয় প্রতিষ্ঠান আন-নাজির আইডিয়াল মাদ্রাসা। ভর্তি করার আগে একবার আমাদের মাদ্রাসা ভিজিট করুন। আল্লাহ আমাদের সন্তানদের ইলমে ওহীর আলো দান করুন।
আমাদের নীতিমালা:
মহান আল্লাহ ঘোষণা করেন (হে রাসূল) আপনি বলুন আমার সালাত, আমার কুরআন, আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। (সূরা: আনআম-১৬২) আল্লাহর এ বাণীকে সামনে রেখে অভিজ্ঞ ও সর্বোচ্চ ডিগ্রীধারী একদল শিক্ষকদের তত্ত্বাবধানে এলমে ওহীর জ্ঞানকে সামনে রেখে জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে কুরআন ও সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনার মাধ্যমে ছাত্র/ছাত্রীদের তৈরী করা। বাংলা ভাষার ওপর বিশেষ গুরুত্বরোপের পাশা-পাশি প্রতি শ্রেণিতে নূরাণী পদ্ধতিতে কুরআন, হাদীস ও ইসলাম শিক্ষা, আরবী, গণিত, ইংরেজি এবং সাধারণ বিষয় সমূহে পাঠদান নিশ্চিত করা। তা ছাড়া সকল ক্ষেত্রে বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষগনই শুধুমাত্র পাঠদানে নিয়োজিত থাকবেন। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুক।
শিক্ষার্থীদের তথ্য
শিক্ষক কর্ণার
শিক্ষার্থী কর্ণার
কো-কারিকুলাম কার্যক্রম
সহপাঠ কার্যক্রম
তথ্য কর্ণার
ফটো সমূহ


























